

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়ে গেছে। চুরির ঘটনা ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে। ভেড়াগুলো রাখা ছিল মৎস্যবিজ্ঞান অনুষদের গেট সংলগ্ন খামারে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুরি হওয়া ভেড়াগুলোর জাত ছিল ‘দরপার’ ও ‘গাড়ল’। প্রতিটির ওজন গড়ে ৩০ থেকে ৪০ কেজি। বর্তমানে এসব ভেড়াকে কেন্দ্র করে তিনটি প্রজনন ও দুটি গবেষণা প্রকল্প চলছিল।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি জানান, “চুরি হওয়া ভেড়াগুলো গবেষণা ও প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষার্থীরা এখান থেকে ব্যবহারিক প্রশিক্ষণ নিত। এই ক্ষতি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা।”
তিনি আরও বলেন, এর আগে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা গবেষণা কার্যক্রমে একের পর এক ধাক্কা আসছে।
নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, বুধবার বিকেল থেকে খামারে কোনো প্রহরী ছিল না। সকালে এসে দেখা যায় দরজার তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ঘটনার আশপাশের ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
মন্তব্য করুন

