

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)।
আজ ৩০ ডিসেম্বর এক যৌথ শোকবার্তায় বিসিআরএস-এর চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোকবর্তিকা।
দেশে আইনের শাসন কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয়। গণমানুষের অধিকার আদায়ে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে দেশ এক নিখাদ জাতীয়তাবাদী, মহান দেশপ্রেমিক ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে হারালো- যা অপূরণীয় ক্ষতি।”
বিসিআরএস-এর নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।
মন্তব্য করুন

