মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে সিভিল রাইটস সোসাইটির শোক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস)।

আজ ৩০ ডিসেম্বর এক যৌথ শোকবার্তায় বিসিআরএস-এর চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আলোকবর্তিকা।

দেশে আইনের শাসন কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয়। গণমানুষের অধিকার আদায়ে এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁর মৃত্যুতে দেশ এক নিখাদ জাতীয়তাবাদী, মহান দেশপ্রেমিক ও সর্বজনশ্রদ্ধেয় অভিভাবককে হারালো- যা অপূরণীয় ক্ষতি।”

বিসিআরএস-এর নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ তাঁর অগণিত রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X