মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীর শোকাহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
খালেদা জিয়া ও যমুনা গ্রুপের লোগো
expand
খালেদা জিয়া ও যমুনা গ্রুপের লোগো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যমুনা গ্রুপ।

দেশের অন্যতম শীর্ষ এই প্রতিষ্ঠানটি শোকসন্তপ্ত জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এক শোকবার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, যমুনা গ্রুপ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, বিএনপি চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন এক দৃঢ়চেতা নেত্রী, বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এতে আরও বলা হয়, গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণ করে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের গণতন্ত্রের মা। দেশের প্রয়োজনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অপরিসীম। আর শেষ জীবনে হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতির এক অনন্য অভিভাবক, রাজনীতির এই অভিভাবক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত।

যমুনা গ্রুপ এই মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X