

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।
শুক্রবার (৫ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ডস-২০২৫: গালা নাইট সিরিমনি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নেতৃত্বে রুপনগর থানা এলাকায় ‘নির্বাচনী গণ সংযোগ ও মিছিল’ অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জের জনি টাওয়ার মোড়ে ঢাকা-৩ আসনের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং ঢাকা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম।
নির্বাচনী ছাত্র ও যুব সমাবেশ
ঢাকা-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিকেল ৪টায় মেরুল বাড্ডার ডি আই টি মাঠ প্রাঙ্গণে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।
মন্তব্য করুন

