

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেশি বেতনে চাকরি দেয়া ও ব্যবসায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। এর আগে গতকাল মঙ্গলবার তাঁতিবাজার মোড়ের মালিটোলা পার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬), মো. মোশারফ হোসেন (৬৪) এবং মো. শাহজাহান (৪৬)।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া চক্রটি উত্তরা এলাকায় ভুয়া অফিস স্থাপন করে উচ্চ পদ ও আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার পাশাপাশি ঘড়ি আমদানি-রপ্তানি ব্যবসার প্রলোভন দেখিয়ে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার নিকট থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সিআইডি জানায়, গ্রেপ্তার হওয়া চক্রটি ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেয়ার কথা স্বীকার করেছে। প্রতিটি অপরাধ সংঘটনের সময়ে ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করত এবং অপরাধ শেষে সেসব ডিভাইস নষ্টও করে ফেলত চক্রটি।
মন্তব্য করুন
