রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিউল আন্তর্জাতিক মেলায় রূপালী পদক জিতল বাংলাদেশের তরুণ উদ্ভাবক দল ‘ক্যালিব্রেটর-জেড’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম
রূপালী পদক পেল বাংলাদেশি ইয়ুথ দল
expand
রূপালী পদক পেল বাংলাদেশি ইয়ুথ দল

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যুব-নেতৃত্বাধীন রোবোটিক্স ও উদ্ভাবন দল ক্যালিব্রেটর-জেড দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন মেলা সিউল ইন্টারন্যাশনাল ইনভেনশন ফেয়ার (এসআইআইএফ) ২০২৫ এ রূপালী পদক জিতেছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বাৎসরিক উদ্ভাবন প্রদর্শনী।

গত ৩ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ার সিওএক্স কনভেনশন সেন্টারের হল-সি প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ১৯টি দেশের উদ্ভাবক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর স্পনসরশিপে, ক্যালিব্রেটর-জেড তাদের উদ্ভাবনী প্রকল্প ‘ব্লু ওয়েভ ক্লিন টেক’ প্রদর্শন করেছে উদ্যোক্তা ও উদ্ভাবন মেলায়। তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি আন্তর্জাতিক বিচারক ও দর্শকদের মনোযোগ কেড়েছে।

এসআইআইএফ-২০২৫ আয়োজন করে কোরিয়ার মেধাস্বত্ব মন্ত্রণালয়। অনুষ্ঠানটির পরিচালনা করে কোরিয়া উদ্ভাবন প্রসার সমিতি। মেলাটিকে সহযোগিতা করে সিউল মহানগর সরকার, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য-শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও স্টার্টআপ মন্ত্রণালয়সহ একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। সঙ্গে ছিল আন্তর্জাতিক সংস্থা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) এবং আন্তর্জাতিক উদ্ভাবক সমিতি ফেডারেশন (আইফিয়া)।

এবারের আয়োজনে প্রায় ৬০০ দল অংশ নেয়। অংশগ্রহণকারী দেশের তালিকায় ছিল বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি, কোরিয়া, সৌদি আরব, পোল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনামসহ আরও অনেক দেশ।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন, কোরিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাসান বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, হ্যানইয়াং বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয় অন্যতম।

এবার এসআইআইএফ-এ বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী দল ছিল ক্যালিব্রেটর-জেড। দলের নেতৃত্ব দেন আব্দুল্লাহ ইবনে হাসান। সহ-নেতা হিসেবে ছিলেন মো. মারুফ মিয়া এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আহমেদ।

দলের অন্যান্য সদস্যরা হলেন- জায়েদ আবদুল্লাহ (আদমজি ক্যান্টনমেন্ট কলেজ), খালিদ বিন ওয়ালিদ (আদমজি ক্যান্টনমেন্ট কলেজ), ইসতিয়াক আহমেদ (আদমজি ক্যান্টনমেন্ট কলেজ), অবির হোসেন, মো. জাকারিয়া মিয়া এবং সামির আহম্মেদ।

দলনেতা আব্দুল্লাহ ইবনে হাসান বলেন, যুব দল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ উদ্ভাবকদের ভিড়ে নেতৃত্ব দেয়া ছিল জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই রূপালী পদক শুধু ক্যালিব্রেটর-জেডের নয়; এটি বাংলাদেশের উদীয়মান উদ্ভাবনী অগ্রযাত্রার একটি বড় স্বীকৃতি।

সহ-নেতা মো. মারুফ মিয়া বলেন, সিউল আন্তর্জাতিক উদ্ভাবন মেলায় পাওয়া এই রূপালী পদক আমাদের কয়েক মাসের নিরলস পরিশ্রম, টানা পরীক্ষা-নিরীক্ষা এবং দলের অটুট সংহতির প্রতিফলন। বিশ্বের সেরা উদ্ভাবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বীকৃতি পাওয়া সত্যিই ঐতিহাসিক।

দলটি হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সহযোগিতা ছাড়া আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সম্ভব হতো না বলে মনে করছে তারা।

এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশের যুবসমাজ বিশ্বমানের উদ্ভাবনে সক্ষম; এবং আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবন অঙ্গনে দেশের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X