

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার উদ্যোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা জামায়াত এ বিষয়ে এক বিবৃতি প্রদান করেন।
                                    
চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর চাকরি হারানো তাদের পরিবার ও স্বজনদের জন্য মারাত্মক সংকট তৈরি করবে। এর ফলে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মানবিক ও অর্থনৈতিক দিক থেকে দেশের উন্নয়নে ব্যাংকটির অবদান অনস্বীকার্য। তাই হঠাৎ করে বড় পরিসরে চাকরি সংকোচনের উদ্যোগ গ্রহণ অযৌক্তিক এবং তা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
তারা বলেন, আমরা মনে করি, একটি ব্যাংকের নামের সাথে ইসলামের পরিচয় যুক্ত থাকলে সেটি ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরিচালিত হওয়াই শ্রেয়। তাই ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থাকে দুর্বল করে এমন পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
জামায়াত নেতারা আরও বলেন, ইসলামী ব্যাংককে সুসংহত করা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার পরিবর্তে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা অত্যন্ত দুঃখজনক। তারা সরকার ও ব্যাংক কর্তৃপক্ষকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    