

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি অফিস আদেশ জারি করে তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি জানায়।
নির্দেশনায় বলা হয়, নির্বাচন না হওয়া পর্যন্ত ব্যাংক–কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহীসহ সব স্তরের কর্মকর্তা শুধুমাত্র অতি জরুরি প্রয়োজনেই দেশের বাইরে যেতে পারবেন। অন্যথায় বিদেশ ভ্রমণ স্থগিত রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে বাস্তবায়নের জন্য সব ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
