

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এই বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়। এখানে ২০২০ থেকে ২০২৫ সালের এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক এমপি লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এজিএমে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এই বার্ষিক সাধারণ সভায় ২০২০ থেকে ২০২৫ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়।
মন্তব্য করুন