শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের নতুন দাম ইতিহাসের শীর্ষে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
ফের বাড়লো সোনার দাম
expand
ফের বাড়লো সোনার দাম

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হবে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা পূর্বের চেয়ে ৩ হাজার ৬৬৩ টাকা বেশি। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারে পড়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) স্বর্ণের ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দামে স্বর্ণ ক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন