বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আশা মনি 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম
স্বতন্ত্র প্রার্থী আশা মনি
expand
স্বতন্ত্র প্রার্থী আশা মনি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন আসা মনি। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করলে নির্বাচন কমিশনে আপিল করে অবশেষে মনোনয়ন ফিরে পেয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বাংলাদেশ নির্বাচন কমিশন (সিইসি) আশা মনির মনোনয়ন বৈধ ঘোষণ করেন।

আসনটিতে একমাত্র নারী প্রার্থী আশা মনি বলেন, আমার বিশ্বাস ছিল আমি মনোনয়ন ফিরে পাব। ঠাকুরগাঁওয়ের জন্য কাজ করতেই নির্বাচন করা। তবে জিতবো কিনা জানি না তবে আমি আসাবাদী। সকলের কাছে দোয়া চাই। এবং নির্বাচনের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ চাই। আমি যেহেতু তরুণ তাই তরুণ ভোটারদের ভালো সারা পাচ্ছি আশা করি ভালো কিছু হবে।

উল্লেখ্য, এর আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর জমা দেয়া এক পার্সেন্ট ভোটারের সমর্থনের মধ্যে ১০ জনের তথ্য জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ের পর ৫ জনের তথ্য সঠিক নয় মনে হলে পরবর্তীতে আশা মনির মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X