মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
২টি বিদেশী পিস্তলসহ ১৭ রাউন্ড তাজা গুলি
expand
২টি বিদেশী পিস্তলসহ ১৭ রাউন্ড তাজা গুলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গণঅভ্যুত্থানকালীন লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে এনপিবিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজার সংলগ্ন পাকা সড়কের পাশে একটি কবরস্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল, একটি খাকি রঙের শপিং ব্যাগের ভেতরে সাদা রঙের শপিং ব্যাগে মোড়ানো ৭.৬৫ এমএম বোরের একটি বিদেশি পিস্তল, যার সঙ্গে দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি। একই সঙ্গে আরেকটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতরে খাকি রঙের শপিং ব্যাগে মোড়ানো ৯ এমএম বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এনপিবিকে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস দমনে আমরা সর্বদা তৎপর রয়েছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X