

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রবেশ করে নিয়মবহির্ভূত গোপনে কথোপকথন মুঠোফোনে রেকর্ড করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মানোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে।
রোববার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি টের পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ইউএনও তাকে রেকর্ডিং বন্ধ করান। পরে মুচলেকার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানান, কক্ষে প্রবেশ করে অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করেন মানোয়ার হোসেন। পরে বুঝতে পেরে তাকে জিজ্ঞেস বিষয়টি স্বীকার করেন তিনি। সেসময় নির্বাচনী বিধিনিষেধ বিষয়ে মনে থাকবে না বলে রেকর্ডিং করার কথা জানান মনোয়ার হোসেন সাগর। পরে মুচলেকা দেন তিনি।
তিন আরও জানান, সরকারি অফিসে অনুমতি ছাড়া কোনো ধরনের অডিও বা ভিডিও রেকর্ড করা বেআইনি ও আচরণবিধি পরিপন্থী। বিশেষ করে গোপনে কথোপকথন রেকর্ড করা অসদাচরণ হিসেবে বিবেচিত হয়। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্ত মাওলানা মানোয়ার হোসেন সাগরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, ব্যস্ততার কথা বলে সরাসরি সাক্ষাতের কথা জানিয়ে ফোন কেটে দিন তিনি।
মন্তব্য করুন
