

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন মাসুদুর রহমান রাসেল।
তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় মাসুদুর রহমান রাসেল বলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
