মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে মামলা তুলে নেওয়ার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলনে
expand
প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলনে

সিরাজগঞ্জের সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও সম্পদ লুটের ঘটনায় মামলা তুলে নেওয়ার হুমকি, মূল আসামি গ্রেফতার না হওয়া এবং মামলাটি ভিন্ন খাতে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পলি খাতুন।

ভুক্তভোগী পলি খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর হরিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সদর উপজেলার এস.এস. রোডস্থ নিউজ হোম অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পলি খাতুন অভিযোগ করে বলেন, “গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে আমি ঘরে একা ছিলাম। সেই সুযোগে একই গ্রামের জাহিদ, খোকন, নাজমুলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা ও মোবাইলসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে যায়।”

তিনি আরও জানান, “২৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জাহিদ ও নাজমুল নামে দুইজনকে গ্রেফতার করে। কিন্তু মামলার মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।”

পলি খাতুন অভিযোগ করেন, “আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় তারা নিয়মিত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে পুলিশ কোনো সহযোগিতা করছে না। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি পুলিশের সহায়তা কামনা করছি।”

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার পরপরই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন