সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৮ বছরেও শুরু হয়নি পাউবোর  ২৫ কোটি টাকার ব্রীজ

সিরাজগঞ্জ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
সিরাজগঞ্জের ক্রসবার এলাকা
expand
সিরাজগঞ্জের ক্রসবার এলাকা

সিরাজগঞ্জের ক্রসবার এলাকায় ৬৩৮ কোটি টাকার অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের স্বপ্ন এখন কাদায় আটকা। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ, ২৫ কোটি টাকার ব্রীজ, আজও অধরা।

এতে করে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এদিকে, পাউবো বলছে, নতুন ফুটওভার ব্রীজের প্রস্তাব পাঠানো হয়েছে, তবে ব্রীজ না থাকায় প্রকল্প ধীরগতিতে পড়তে পারে। সিরাজগঞ্জ থেকে শামীম শাহরীয়ার রাফির তথ্য চিত্রে প্রতিবেদন।

প্রতিশ্রুতি ছিল উন্নয়নের, স্বপ্ন ছিল শিল্পাঞ্চলের কিন্তু বাস্তবতা এখন কাদায় আটকে থাকা স্বপ্ন। ২৫ কোটি টাকার ব্রীজের কাজ শেষ না হওয়ায় সিরাজগঞ্জের হাজারো মানুষ আজও নদী পেরোচ্ছে কষ্টের স্রোতে।

সিরাজগঞ্জের ক্রসবার-৩ ও ৪ মধ্যবর্তী এলাকায় ২০১৮ সালে শুরু হয় ৬৩৮ কোটি টাকার অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। লক্ষ্য নদীভাঙন রোধ এবং ভবিষ্যতে শিল্পাঞ্চল গড়ে তোলা। কিন্তু প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ, ২৫ কোটি টাকার ব্রীজ, আজও অধরা।

শুকনো মৌসুমে হেঁটে পার হওয়া যায়, বর্ষায় রাস্তা পানিতে ডুবে যায়। ব্রীজ না থাকায় প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষের ।

প্রকল্পের আওতায় ৩ কি.মি নদীতীর প্রতিরক্ষা, ৩ কি.মি বাঁধ, ড্রেজিংকৃত ১ কোটি ৮২ লাখ ঘনমিটার বালু, নদী থেকে উদ্ধারকৃত জমি ভরাটের কাজ ২০২৩ সালে শেষ হয়েছে। কিন্তু ৮৪ মিটার দৈর্ঘ্যের ২৫ কোটি টাকার ব্রীজ এখনও অর্পুণ। সৌন্দর্যবর্ধনের কিছু কাজ আজও রয়ে গেছে বাকি।

এদিকে, পাউবো বলছে ব্রীজের কাজ ডিপিপিতে ধরা থাকলেও বাস্তবায়ন হয়নি। নতুন করে ফুট ওভারব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসনের তথ্য বলছে, এই এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় ও পরিকল্পনা কমিশনে। তবে ব্রীজ না থাকলে প্রকল্প বাস্তবায়নেও ধীরগতির সম্ভাবনা রয়েছে।

বছর পেরিয়েছে, প্রতিশ্রুতি বদলেছে, কিন্তু ২৫ কোটি টাকার সেই ব্রীজ আজও অধরা। এলাকাবাসীর একটাই প্রশ্ন ব্রীজ গেল কই?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X