

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো, আরো বেশী শব্দ! এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে, গুড নেইবারস বাংলাদেশ সিডিপি এর উদ্যোগে জেলা পর্যায়ের “ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ প্রতিযোগিতায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল সালাম, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল মিয়া,গুড নেইবারস বাংলাদেশ জেলা সিডিপি ম্যানেজার মোঃ আমিনুল হোসেন, সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) মিঃ নিকোলাস কিস্কু প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি মানসম্মত শিক্ষার মান অর্জনে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
