

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখার অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী।
গেল রাত সাড়ে ১১টার দিকে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বেলায়েত হোসেন (৬১)। তিনি উপজেলার পশ্চিম লাভা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। আর টিসিবি ডিলার শহিদুল ইসলাম (৪০) একই উপজেলার সাইলামপুর গ্রামের আব্দুল কালামের ছেলে।
জানা গেছে, আওয়ামী লীগ আমলে উপজেলার সকল টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশীপ ৫ আগস্ট পরবর্তী সময়ে শেয়ার নেন বিএনপি নেতা বেলায়েত হোসেন। এরই ধারাবাহিকতায় টিসিবি ডিলার শহিদুল ইসলামের কাছ থেকেও শেয়ার পান বেলায়েত হোসেন।
এরপর নানা কারণে অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দাকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রির পরিবর্তে বেলায়েত হোসেন তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রি করে আসছেন বলে অভিযোগ উঠে। এদিকে, এ ঘটনায় গেল রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানকালে টিসিবির ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ২৬ কেজি ডাল ও ১০ কেজি চিনি জব্দ করা হয়। একইসাথে মালিক বেলায়েত হোসেন ও টিসিবি ডিলার শহিদুল ইসলামকে আটক করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, জব্দকৃত পণ্য ও আটক দু’জনকে নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
