বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে আট জেলে আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ
expand
সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মৎস্য শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ

পশ্চিম সুন্দরবনের লটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার রাতে আটকের পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হয়। আটক জেলেদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার আব্দুস সবুর, আনারুল মোড়ল, আব্দুল আলিম, বুলবুল, মতিউর রহমান, মহিবুল্লা, নুরুজ্জামান এবং আফজাল মোল্লা।

পশ্চিম সুন্দরবন বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ তিন মাসের পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জেলেরা নিষিদ্ধ এলাকা রামঙ্গল নদীতে মাছ শিকার করছিল।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন