

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পশ্চিম সুন্দরবনের লটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।
সোমবার রাতে আটকের পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে হাজির করা হয়। আটক জেলেদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার আব্দুস সবুর, আনারুল মোড়ল, আব্দুল আলিম, বুলবুল, মতিউর রহমান, মহিবুল্লা, নুরুজ্জামান এবং আফজাল মোল্লা।
পশ্চিম সুন্দরবন বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ তিন মাসের পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জেলেরা নিষিদ্ধ এলাকা রামঙ্গল নদীতে মাছ শিকার করছিল।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন
