মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে অপারেশন ডেভিল হান্ট-২: গ্রেফতার ৪৪ জন

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগে অপারেশন ডেভিল হান্ট-২ এর বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় রংপুর থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

গতকাল রোববার (২১ ডিসেম্বর ) সকাল ৬টা থেকে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত বিভাগের সাত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, অভিযানে রংপুরে সাত, গাইবান্ধায় দুই, কুড়িগ্রামে আট, লালমনিরহাটে পাঁচ, নীলফামারীতে ছয়, দিনাজপুরে নয়, ঠাকুরগাঁওয়ে পাঁচ এবং পঞ্চগড় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের পীরগাছার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম (৫২), বদরগঞ্জের রাধানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন (৫০), গাইবান্ধা পৌর ছাত্রলীগ সদস্য কাঞ্চন মিয়া (৩৪), পলাশবাড়ির উপজেলা যুবলীগ সদস্য জয়নাল আবেদীন জুয়েল (৪৮), কুড়িগ্রাম চিলামারীর রানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী (৬২), নেওয়াশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুল আলম (৮৭), লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (৩৭), হাতিবান্ধার গোতামারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বিপ্লব (২৬)।

এছাড়াও এই অভিযানে গ্রেফতার হন নীলফামারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৭), জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লাজু ইসলাম (৪৫), দিনাজপুরের পৌর আওয়ামী লীগ সহ সভাপতি খোকন (৪৩), ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ময়নুল ইসলাম (৮০), ফুলবাড়ি পৌর যুবলীগের আব্দুল্লাহ আল নোমান (২৮), পীরগঞ্জের সেনাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়াইউপি ৫নং ওয়ার্ড সহ সভাপতি মোতালেব হোসেন (৫৫) এবং পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত ই খুদা মিলন (৪৫) ও দেবিগঞ্জ ১০ নং ইউপির ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মালেক (২৫)।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রেঞ্জ ডিআইজি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং অন্যায়কারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X