মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ,  আহত ৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
দু'পক্ষের সংঘর্ষে আহতরা
expand
দু'পক্ষের সংঘর্ষে আহতরা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসুপাড়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ নভেম্বর) বেলা আনুমানিক ১২টা ১০ মিনিটে বাজারের বাঁশের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্টের একটি মারামারির ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন মোঃ রানা (২৬), পিতা: মোঃ জব্বার, সাং: গোপালপাড়া, থানা: পুঠিয়া, বাজারে গেলে মোঃ হালিম (২৫), পিতা: আতাব আলী সাকিদা, সাং: রাতোয়াল, সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাকে একযোগে অতর্কিতে হামলা করে।

এ সময় রানা’কে বাঁচাতে এগিয়ে আসেন মোঃ আশরাফুল ইসলাম ইয়ামিন (৪২), পিতা: মৃত শমসের মোল্লা এবং মোঃ রুবেল (৩৮), পিতা: জব্বার শাহ, উভয়ই গোপালপাড়া গ্রামের বাসিন্দা। হামলাকারীরা তাদের উপরও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন ধরনের অভিযোগ দায়নি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X