

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুইটি আসনে দাখিল করা মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এ ঘোষণা দেন।
যাচাই-বাছাই শেষে রাজবাড়ী-১ আসনে দাখিলকৃত ৪ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে রাজবাড়ী-২ আসনে দাখিলকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রাজবাড়ী-১ আসনে বৈধ ৪ প্রার্থী হলেন, বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলনের মোহাঃ আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (সতন্ত্র) মোঃ মুজাহিদুল ইসলাম ও সতন্ত্র সোহেল মোল্লা।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক হতে লোন নিয়েছেন কিন্তু হলফ নামাতে উল্লেখ না থাকায় ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হওয়ায় বাংলাদেশ সাংস্কৃতির মুক্তিজোটের প্রার্থী মোঃ আঃ মালেক মন্ডলের মনোনয়নপত্র বাতিল হয়।
বিধি মোতাবেক ৫৫৯৭ জন সমর্থনকারীর স্বাক্ষর নেওয়ার কথা থাকলেও ৫২৪৪ জনের স্বাক্ষর দাখিল ও নির্ধারিত ডকুমেন্ট দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়।
দাখিলকৃত হলফনামায় নির্ধারিত স্থানে স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মালেক এর মনোনয়নপত্র বাতিল হয়।
রাজনৈতিক দলের কেন্দ্রীয় সভাপতি বা অন্য কোনো প্রতিনিধির মনোনয়ন প্রদানের স্বাক্ষরিত কপি দাখিল না করায় বাংলাদেশ খেলাফতে মজলিস এর প্রার্থী মোঃ কুতুব উদ্দীন এর মনোনয়নপত্র বাতিল হয়।
বিধি মোতাবেক ৫৫৯৭ জন সমর্থনকারীর স্বাক্ষর নেওয়ার কথা থাকলেও স্বাক্ষরকারীদের সিরিয়ালের ক্রমিক নাম্বার না থাকা, দাখিলকৃত ফরমে নিজের নাম, নির্বাচনী এলাকার নাম ও নিজের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়।
মন্তব্য করুন
