শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
ফেরি
expand
ফেরি

ঘন কুয়াশার কারণে সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে নদীপথ পুরোপুরি অস্পষ্ট হয়ে গেলে নৌদুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে।

তিনি আরও বলেন, শনিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে ঘাটে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে। দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X