

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শীতের তীব্রতায় মধ্য রাতে শীত বস্ত্র নিয়ে সুবিধা বঞ্চিত মানুষদের রক্ষা করতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের কেন্দ্রীয় রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভাসমান সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেয় জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলার অসহায় মানুষের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার আহ্বান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, জেলা নাজির কামরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন
