

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। যাত্রাপথে ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে লঞ্চটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে আটকে যায়।
এ ঘটনায় রাত ৮টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব ও এএসআই অশোক দত্তের নেতৃত্বে পুলিশ ফোর্স এবং স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকারী দল লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে পৌঁছে দেয়।
এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাত ৩টায় নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, “ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করেছে। পাশাপাশি ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।”
মন্তব্য করুন
