

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতাউজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি এবং জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন