

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব ২০২৫।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, এবং বাগেরহাট জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম কাজলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “শিক্ষা কেবল চাকরি পাওয়ার উপায় নয়, বরং মানুষ হওয়ার প্রধান পথ। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস—এই তিন গুণই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি।” তারা আরও বলেন, “সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক।”
অনুষ্ঠান শেষে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। সারাদিনের এ আয়োজনে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।
মন্তব্য করুন