রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বলের নেতৃতে সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেন।
expand
ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বলের নেতৃতে সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেন।

পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

দীর্ঘদিন জাতীয় পার্টির (জেপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই উপজেলায় জেপির সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

একযোগে বিপুলসংখ্যক নেতাকর্মীর দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় চরখালী বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বলের নেতৃত্বে এক হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খাঁন নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ভান্ডারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে আরও রয়েছেন জেপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সিনিয়র সহসভাপতি ও নূরনমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি মনির সরদার, ওয়ার্ড কাউন্সিলর মো. কাদের সরদার, ফকরউদ্দিন জালাল মিয়া, জামাল উদ্দীন স্বপন মিয়াসহ প্রায় ৫০ জন বর্তমান ও সাবেক ইউপি সদস্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেপির বিশাল কর্মীবাহিনী বিএনপিতে যোগ দেওয়ায় ভান্ডারিয়ায় জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়তে পারে। দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া জেপির একক আধিপত্যের এলাকা হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ের বড় অংশের এই প্রস্থান দলটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন জেপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তারা রাজনৈতিক স্থবিরতা অনুভব করছিলেন। বর্তমান জাতীয় ও স্থানীয় প্রেক্ষাপটে জেপির রাজনীতি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে বলে তারা মনে করেন। দেশের চলমান পরিস্থিতিতে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা থেকেই তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X