মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দু’টি আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতৃবৃন্দ। 
expand
রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতৃবৃন্দ। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী।

এ সময় জেলা জাগপা'র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X