মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের রক্তের মূল্যায়ন চাই, মনোনয়নপত্র সংগ্রহ করে শহীদ তামিমের বাবা

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান
expand
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান

"আমার ছেলে দেশের জন্য রক্ত দিয়েছে। সেই রক্ত যেন বৃথা না যায়। আমরা চাই এমন নেতৃত্ব, যারা নতুন বাংলাদেশে সাধারণ মানুষের কথা বলবে।"— আবেগজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান।

​সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুকের মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি এই আকুতি জানান। চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আব্দুল মান্নানের হাত দিয়েই নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করেন ওমর ফারুক।

চাটখিল উপজেলা কমপ্লেক্সে যখন শহীদ তামিমের বাবা প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দিচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক পিনপতন নীরবতা ও আবেগঘন পরিবেশ তৈরি হয়। রাজনীতিতে এমন দৃশ্য বিরল বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।

​উপস্থিত জানতাকে উদ্যেশ্য করে শহীদ তামিমের বাবা আব্দুল মান্নান এসময় বলেন, "ফারুক ভাই একজন সৎ মানুষ। তিনি শাপলা প্রতীক নিয়ে লড়ছেন। আমরা চাই তিনি বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে দাঁড়াবেন।"

​মনোনয়নপত্র সংগ্রহ শেষে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, "জুলাই বিপ্লবের মূল প্রেরণা ছিল ইনসাফ বা ন্যায়বিচার। যখনই আমরা এই ইনসাফ থেকে দূরে সরে যাই, তখনই এদেশের বিপ্লবী হাদি ও তামিমদের জন্ম হয়। হাদির কফিনে শপথ নিয়ে আজ সারাদেশে লাখো বিপ্লবী তৈরি হয়েছে। সেই বিপ্লবের চেতনা লালন করেই এনসিপি আমাকে মনোনীত করেছে।" তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "শহীদের বাবার হাত দিয়ে মনোনয়নপত্র নেওয়া আমার জন্য এক বিশাল সম্মানের ও দায়বদ্ধতার। এই আমানত আমি রক্ষা করব।"

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলনে আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি। তিনি বলেন, "আমরা এমন নেতৃত্ব চাই যারা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবে। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে ব্যারিস্টার ওমর ফারুকের মতো শিক্ষিত ও সাহসী মানুষের বিকল্প নেই।"

​এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, নোয়াখালী জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা সংগঠক রাসেদুল ইসলাম ও মুফতি নাজিমুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নোয়াখালী-১ আসনে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। আজ এনসিপি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনী আচরণবিধি রক্ষায় মাঠে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন এবং প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X