

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে সংঘর্ষে জিহাদুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পূর্বধলা চৌরাস্তা মোড়ের ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ইসলাম পূর্বধলা সদর ইউনিয়নের ইলাসপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, চৌরাস্তা অটোস্ট্যান্ডে জারিয়াগামী দুই অটোচালক যাত্রী তুলতে গেলে স্থানীয় অটোচালক নিজাম উদ্দিন বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মারধরের শিকার এক অটোচালকের সঙ্গে পূর্বপরিচয় থাকায় জিহাদুল ইসলাম বিষয়টি জানতে চাইলে নিজাম উদ্দিন তাকে গালিগালাজ করেন। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে বাড়ি পাঠিয়ে দেন।
কিছুক্ষণ পর নিজাম উদ্দিন ও তার ভাই শাহাবুদ্দিন বাড়ির নারীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ জিহাদুল ইসলামের ওপর হামলা চালান। এতে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। হামলার একপর্যায়ে নিজাম উদ্দিনের হাতে থাকা শাবলের আঘাতে জিহাদুল গুরুতর আহত হন। এ সময় শাহাবুদ্দিনও আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় জিহাদুলকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা ও ভাড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হলেও তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতা ছিল। হামলার সময় মাথায় গুরুতর আঘাতের কারণেই জিহাদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি দোকান ও একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
