মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
আটপাড়া থানা
expand
আটপাড়া থানা

নেত্রকোনার আটপাড়া উপজেলায় রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক বৃদ্ধের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা–স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়দুল আলম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী মো. ফজলুল হক তালুকদার (৬৮) উপজেলার মল্লিকনগর গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর দুপুরে মোহনগঞ্জ উপজেলার নওহাল বাসস্ট্যান্ড এলাকায় রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর ছেলে মো. কোরাইশি তালুকদারের সঙ্গে একই গ্রামের আব্দুল মোমেনের তর্ক হয়। একপর্যায়ে আব্দুল মোমেন প্রকাশ্যে গালমন্দ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার জের ধরে বিকেলে আব্দুল মোমেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফজলুল হক তালুকদারের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করে খাটের নিচে রাখা ধান বিক্রির নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করা হয়, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার টাকা।

হামলার সময় বাড়ির মালিকের স্ত্রী পারভীন আক্তার বাধা দিতে গেলে তাঁকেও মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় আবারও প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে পূর্বশত্রুতা রয়েছে এবং সেটি নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X