

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজা সহ মোঃ মুকুল (৪০) ও সেলিম রেজা (৩৬) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাস সহ সঙ্গীয় অফিসার ফোর্স রানিহাটি ইউনিয়নের কামারপাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হোন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মুকুল, পিতা-মৃত আলম, সাং-কৃষ্ণ গোবিন্দপুর কামারপাড়া মোঃ সেলিম রেজা, পিতা-মৃত শাম মোহাম্মদ, সাং-কৃষ্ণ গোবিন্দপুর বেলপাড়া, উভয় থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ।
এ বিষয়ে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, উদ্ধারকৃত গাঁজা যাহার ওজন ১ কেজি, মূল্য অনুমান-৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন