

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই মাস সুদের টাকা পরিশোধ করতে না পারায় চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে ১৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী নাফিসা আনজুম ঐশী। এছাড়াও আ.লীগ নেতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর আত্বীয় পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারকে আরও নতুন রাজনৈতিক মামলায় হয়রানীর হুমকি দেয়ার অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশী বলেন, মোহাম্মদ আলী একজন সুদ ব্যবসায়ী। বিষয়টি না জেনে বিশেষ প্রয়োজনে কয়েক দফায় তার কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প রেখে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা ধার নেয়। এরমধ্যে ১৩ লাখ ৫৫ হাজার টাকা শোধ করে লাখে মাসিক ২ হাজার করে সুদ দেয়া হলেও দুই মাস দিতে না পারায় পুরো টাকার দাবিতে পরিবারের বিরুদ্ধে ১৯টি মামলা করে।
তিনি আরও বলেন, হয়রানী করতে পুরো পরিবারের নামে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়। এমন অবস্থায় চরম ভোগান্তি ও হয়রানীর মধ্যে এবং নিরাপত্তাহীনতায় রয়েছে পুরো পরিবার। সংবাদ সম্মেলনে নাফিসা আনজুম ঐশীর স্বামী আসিফ আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলীকে।
মন্তব্য করুন
