শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চেকপোস্টে দুইজন নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম
পুলিশ দেখে পালাতে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করেন।
expand
পুলিশ দেখে পালাতে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করেন।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। ‘পুলিশের ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে’ ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এরপর সড়ক চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের উপর মরদেহ রেখে অবরোধ করে। এক পর্যায়ে বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগের পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় রাত সাড়ে ৭ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার পর নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সার্কিট হাউস মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ছিলেন।

ওই চেকপোস্টে রিফাত ও সোহাগের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে তারা গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে এবং মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখছে পুলিশ। সেখানে মনে হচ্ছে মোটরসাইকেল যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিচ্ছে বা ধরার চেষ্টা করছে পুলিশ। ফুটেজগুলো আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ৭ জন পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে দুজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X