বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ
expand
নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা।

আজ বিকেলে গোপালপুর রেল গেট এলাকায় রেললাইনের ওপর শুয়ে পড়ে এসময়কিছু সময়ের জন্য রেলপথ অবরোধ করে টিপুর সমর্থকরা। এরআগে বুধবার বিকেলে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে প্রায় আধা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন।

এসময় বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক'শ নেতাকর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন