মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ধাক্কায় জামায়াত নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
নিহত এইচ. এম. মোস্তফা জোয়ারদার (৫২)
expand
নিহত এইচ. এম. মোস্তফা জোয়ারদার (৫২)

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচ. এম. মোস্তফা জোয়ারদার (৫২) নামে জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল নেতা নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর রুকন ও ওই ওয়ার্ডের দায়িত্বশীল ছিলেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ড মসজিদে যাচ্ছিলেন মোস্তফা জোয়ারদার। এ সময় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হওয়ার মুহূর্তে পেছন দিক থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X