

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। ইউনিয়নের কেন্দ্রীয় ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে ভিড় করেন তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। পুরো এলাকা ছিল উৎসবমুখর।
সভায় সভাপতিত্ব করেন পাঁচদোনা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সিকদার, ঘোড়াশাল পৌর জামায়াতের আমির অধ্যাপক ইসমাঈল হোসেন খায়েরী, মাধবদী পৌরসভার আমির মাওলানা আমিনুল ইসলাম, পলাশ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম ও মোঃ আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমজাদ হোসাইন বলেন, “সারাদেশে দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। এটি কোনো কৃত্রিম জোয়ার নয়—মানুষ ন্যায়-ভিত্তিক শাসন, দুর্নীতিমুক্ত দেশ এবং জুলুমমুক্ত সমাজের প্রত্যাশায় ইসলামী নেতৃত্বের ওপর আস্থা রাখছে।”
তিনি অভিযোগ করে বলেন, অতীতে ওয়াজ-মাহফিলে কোন বক্তা অংশ নিতে পারবেন তা নিয়ন্ত্রণ করা হতো। অনেক ইসলামি বক্তাকে অনুমতি দেওয়া হতো না। এখন তরুণ সমাজ ন্যায়, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্বের প্রতি আগ্রহী—এটিকে তিনি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন।
নারী শ্রমিকদের জন্য আমীরে জামায়াত ঘোষিত তিন ঘণ্টা কর্মঘণ্টা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “নারী শ্রমিকদের ওপর যেন কোনো জুলুম না হয় এবং মালিক পক্ষও যেন অতিরিক্ত চাপের মুখে না পড়ে—এ বিবেচনা করেই এ নীতিমালা করা হয়েছে।”
সভায় বক্তারা সুশাসন, ন্যায়ভিত্তিক রাজনীতি ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে পুরো এলাকাকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।
মন্তব্য করুন