

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘোষণা জানান।
বিবৃতিতে আহমেদুর রহমান তনু জানান, “নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে ছিল দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা।"
তিনি জানান, "তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। এটি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। এর পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে রাজনৈতিকভাবে কাজ করে যাব।”
এনসিপি ছাড়ছেন না জানিয়ে তিনি বলেন, “গত দেড় বছর ধরে যেভাবে আপনাদের পাশে থেকেছি এবং আপনাদের জন্য কাজ করতে দেখেছেন, আগামীতেও আপনাদের এই সন্তানকে সেভাবেই পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, তবে দল থেকে নয়।”
মন্তব্য করুন
