মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জোট মনোনয়ন প্রত্যাশীর ‘আপত্তিকর মন্তব্য’ দল থেকে শোকজ

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
মুফতি মনির হোসাইন কাসেমী
expand
মুফতি মনির হোসাইন কাসেমী

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে মুফতি মনির হোসাইন কাসেমীর কিছু বক্তব্য ও কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য। এ বিষয়ে তাকে ইতোপূর্বে সাংগঠনিকভাবে মৌখিক সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের মতোই তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতিতে কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে দলের সভাপতির বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে বা জবাব সন্তোষজনক না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী জানায়, “কোন বক্তব্য বা আচরণের কারণে আমাকে শোকজ করা হয়েছে তা চিঠিতে উল্লেখ নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। দল যেহেতু শোকজ দিয়েছে, তাহলে অবশ্যই কোনো বিষয়ে তারা নাখোশ হয়েছে। বিষয়টিকে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। দলের সঙ্গে কথা বলব এবং শোকজের জবাব দেব।”

উল্লেখ, মনির কাসেমী কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক ও ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী ছিলেন।

সাম্প্রতিক সময়ে মনির কাসেমীর বক্তব্যে বলেছেন, "রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করেছেন কিন্তু মাদক ব্যাবসা, চাঁদাবাজি, খুন, গুমের সঙ্গে জড়িত নেই। এমন যারা আছেন আওয়ামী লীগের ভাইয়েরা অন্তত নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবে ইনশাআল্লাহ।

"বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্খার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি- যেনো আরও কয়েকটি বছর বেঁচে থাকেন।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X