মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেস্তোরাঁয় বাসি খাবার মজুত, লাখ টাকা জরিমানা 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
রেস্টুরেন্টকে জরিমানা
expand
রেস্টুরেন্টকে জরিমানা

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে তদারকি অভিযান চালিয়ে বাসি ও পূর্বে রান্না করা খাবার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তৃতীয় তলার ফ্রিজে বাসি চিকেন গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ বিভিন্ন রান্না করা খাবার মজুত পাওয়া যায়। সরল বিশ্বাসে খাবার গ্রহণ করতে আসা ভোক্তাদের কাছে এমন খাবার পরিবেশন করা আইন লঙ্ঘন বলে জানিয়েছে অভিযানে থাকা কর্মকর্তারা।

অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সহযোগিতা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X