মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব এইডস দিবসে নড়াইলে র‍্যালি ও আলোচনা সভা 

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
নড়াইলে বিশ্ব এইডস দিবসে র‍্যালি
expand
নড়াইলে বিশ্ব এইডস দিবসে র‍্যালি

‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিস চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এর সভাপতিত্বে এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পির সঞ্চলনায় বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট সারভিলেন্স মেডিকেল অফিসার এ এ আবুল খায়ের মিরাজ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উম্মে ফয়জুন নাহার সুবর্ণা, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক দুলাল চন্দ্র গাইন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন, প্রচার-প্রচারণা ও গণসচেতনতা এইডসের ঝুঁকি থেকে রক্ষা করবে। বিশেষ করে লোকালয়ে এইডস রোগের ভয়াবহতা সম্পর্কে প্রচরণা করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X