শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারাকান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁতি দল নেতা গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
তিনজনকে আটক করেছে সেনাবাহিনী
expand
তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

ময়মনসিংহের তারাকান্দায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তর জেলা তাঁতি দলের সদস্য সচিব রওনক আহমেদ আজিজুল (৩৬)সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার গভীর রাতে উপজেলার গোয়াতলা শসার বাজারের কেডিএম অটো রাইস মিল থেকে তাদের আটক করা হয়। এ সময় আজিজুলের বন্ধু মো. সজিব (৩৪) ও ২৪ বছর বয়সী এক নারীও গ্রেপ্তার হন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হেলিম বলেন, “অনেক দিন ধরেই শুনতাম ওই মিলে সন্দেহজনক কার্যকলাপ হয়। গ্রেপ্তারের পর বিষয়টি সত্য বলে প্রমাণিত হলো। আমরা চাই, এলাকায় যেন আর কখনো এমন কর্মকাণ্ড না ঘটে।”

রাইস মিলের মালিক কমল আগরওয়ালা জানান, “আমি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সকালে শুনলাম, ম্যানেজার আজিজুলসহ তিনজনকে অসামাজিক কাজের অভিযোগে ধরা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হতাশাজনক। যদি জানতাম মিলের ভেতরে এমন কাজ চলছে, আজিজুলকে কখনোই দায়িত্বে রাখতাম না। আমি চাই, তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, “শনিবার রাত ১২টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন