

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহগামী একটি বাসে পাওয়া মূল্যবান জিনিসপত্র ভর্তি ব্যাগ ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. হাবিবুর রহমান রনি। ব্যাগটিতে ছিল স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, গাড়ির চাবি ও একটি আইফোন।
সোমবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় মালিক মো. আনোয়ার হোসেনের হাতে। তিনি ময়মনসিংহের শম্ভূগঞ্জ এলাকার প্রবাসী ও ‘শাপলা হ্যাচারী’র স্বত্বাধিকারী।
রনি জানান, শনিবার (২৩ আগস্ট) বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ঝিনাইদহ থেকে ফেরার পথে বাসের সিটের নিচে ব্যাগটি পান। ব্যাগে থাকা আইফোন সচল করেও কোনো ফোন কল না আসায় প্রথমে থানায় জানানোর কথা ভাবেন। পরে সোমবার যোগাযোগ আসার পর প্রকৃত মালিককে শনাক্ত করতে সক্ষম হন।
ব্যাগ ফিরে পেয়ে আনন্দিত আনোয়ার হোসেন বলেন, “এই ব্যাগে গুরুত্বপূর্ণ নথি ও দামী জিনিস ছিল। একজন শিক্ষার্থীর সততা আমাকে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে। তার প্রতি আমি কৃতজ্ঞ।”
মন্তব্য করুন

