

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং স্থানীয়রা মামলা দায়ের করেছেন।
পুলিশ ইতোমধ্যে দুই সহযোগীকে আটক করলেও মূল আসামি এখনও পলাতক।
স্থানীয় সূত্র জানায়, বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস গত ৮ আগস্ট মাঝিয়ালী বাজারের এক সেলুনে দোকানে চুল কাটার পর টাকা না দিয়ে উল্টো ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে দোকানদারকে মারধর করেন।
এর পরদিন সন্ধ্যায় ফের দোকানে গিয়ে পুনরায় হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রতিবাদে এগিয়ে আসেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার। তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে মামুন সরকার থানায় লিখিত অভিযোগ করেন।
এজাহারে উল্লেখ করা হয়, জিয়েস দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিয়মিত দোকান থেকে পণ্য নেন, কিন্তু টাকা দেন না। প্রতিবাদ করলেই ভয়ভীতি ও হামলার শিকার হতে হয়।
এ ছাড়া স্থানীয়দের ধরে এনে নির্যাতনের অভিযোগও উঠেছে। তার কথিত "টর্চার সেল"-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী হক মিয়া বলেন, "চুল কাটার পর আমাকে ৫ হাজার টাকা দিতে বলে। টাকা না দিলে দোকান বন্ধ করে মারধর করে। পরে দোকান খুললেও ফের আক্রমণ করে।"
স্থানীয় যুবদল নেতা মোজাম্মেল সরকার বলেন, "চাঁদাবাজির প্রতিবাদ করায় একজনকে রক্তাক্ত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, "অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুজন সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    