

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় কার্টনসহ এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি কার্টনে ভরে নবজাতকটিকে কেউ ফেলে রেখে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি কৌতূহলবশত কার্টন দেখতে গিয়ে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতককে দেখতে পান।
পরে খবর পেয়ে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয় ব্যক্তির ফোন পেয়ে আমরা কার্টনসহ এক ছেলে নবজাতককে উদ্ধার করেন বলে জানান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই ওসি।
মন্তব্য করুন
