সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি, সদরপুর সদর, নয়রশিসহ বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে ১০ জন আহত হন। কুকুরটির কামড়ে গুরুতর আহত কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মো: সালাউদ্দিন জানান, সকালে আমাদের হাসপাতালে ৯ জন চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সব্যসাচী মজুমদার বলেন, কুকুরটিকে সনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটি আটক বা নিধনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X