

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন (এনটিভি)।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (দায়িত্বে) ও ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জ্বল (দৈনিক সমকাল)।
নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান তরফদার (দৈনিক সংবাদ), এম এ সামাদ মিয়া (দৈনিক সবুজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আলী আকবর সাজু (দৈনিক আজকের পত্রিকা), কোষাধক্ষ পদে মো. আসাদুজ্জামান ফজলু (দৈনিক নয়া দিগন্ত) ও ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান পাঠান কামাল (দৈনিক ইনকিলাব), মো. কামরুজ্জামান মানিক (দৈনিক ইত্তেফাক), মো. কামরুল এহসান চন্দন (দৈনিক জনকণ্ঠ) ও মো. শাহাব উদ্দিন।
এ দিকে, ২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা-হলেন, সাহিত্য সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ, বাংলাদেশ প্রতিদিন) ও দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন বাংলা নিউজ, দৈনিক স্বদেশ প্রতিদিন)।
এর আগে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭টি পদে ২৩ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধক্ষ পদে ৩ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন ও কার্যকরী সদস্য পদে ৬ জন প্রার্থী ছিলেন। এ নির্বাচনে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মন্তব্য করুন
