

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় লাবিব সোয়েটার কারখানায় দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় গুলি চালানোর অভিযোগে তার সহকর্মী নোমান মিয়া নামে এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি লাবিব সোয়েটার লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামি নোমান মিয়া (২৯) তিনি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বালুটুরি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর কাদিরপুর গ্রামের শ্রী পবিত্র বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাবিব সোয়েটার কারখানার ভেতরে দায়িত্ব পালনকালে দুই আনসার সদস্যের মধ্যে কথা বলার সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়। গুলিটি বজেন্দ্র বিশ্বাসের শরীরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নোমান মিয়াকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এনপিবি নিউজকে জানান, প্রাথমিকভাবে এটি অসাবধানতাজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হলেও বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় নোমান মিয়া নামে এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই ওসি।
মন্তব্য করুন
