

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী পরামর্শ সভায় যুবলীগ নেতা হুমায়ুন মেম্বার বলেছেন, আমি বিএনপিতে যোগদান করে ধানের প্রতি লক্ষ্য রেখে ধানের শীষে ভোট দিয়ে ধানকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়ে সকলের ভোট দিবেন, আমি নিজেই ভোট দিব।
তিনি আরও বলেন, সকলের কাছে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে। ওই যুবলীগ নেতার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষ থেকে ভালুকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কাঠালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কেন্দ্র ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।
যোগ দেওয়া যুবলীগ নেতা ও ভালুকা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন সরকার।
নির্বাচনী পরামর্শ সভায় ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, বিএনপি নেতা বাহারুল ইসলাম ঢালী, মো. ইলিয়াস মন্ডল, যুবদল নেতা শাহিমুজ্জামান পাঠান সমর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
